করোনাভাইরাস

কাশিয়ানীতে ভ্যান চালকদের খাদ্য সহায়তায় সদর চেয়ানম্যান  

By মেহেরপুর নিউজ

April 16, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান প্রশাসনের পক্ষে সরকারী খাদ্যসামগ্রী নিজ ইউনিয়নে অসহায়  ভ্যান চালকদের মাঝে বিতরণ করছেন।

কাশিয়ানী শ্বশাণঘাট কালিমন্দিরের এরিয়ার ভিতরে সরকারী ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রশারন অফিসার তিলোক কুমার ঘোষের সমম্বয়ে  ওয়ার্ড ভিত্তিক ভ্যান চালকদের মাঝে নিয়ম তান্দ্রিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাকে সহায়তা করেন কাশিয়ানী ইউনিয়নের সদস্য ও মেম্বার অরবিন্দু বিশ্বাস।

পরে ভ্যান ও নসিমনে করে এসব প্যাকেজ কাশিয়ানী ইউনিয়নের অনান্য ওয়ার্ডে  বিতরণ করেন । চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে একটি লোক ও না খেয়ে থাকবে না ,করোনার অতঙ্কের সময় অসহায় ও দরিদ্র মনুষের পাশে সব সময়ের জন্য ছিলাম এবং থাকবো। নিজ হাতে সকলের দোরগোড়ায়  এ ত্রান পৌছাই দিয়ে আসবো।