করোনাভাইরাস

কাশিয়ানীর জয়নগর বাজার থেকে দুই চাল ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

April 12, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার থেকে বিমল ও শাহাদাৎ নামে দুই চাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

এসময় চাল ব্যবসায়ী বিমলের দোকান থেকে ১০ টাকা কেজি দরের চালের ১২টি খালি বস্তা উদ্ধার করা হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চাল ব্যবসায়ী বিমলের দোকান থেকে ১০ টাকা কেজি দরের চালের ১২টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কোন চাল পাওয়া যায়নি। শাহাদাৎ সরকারি আইন অমান্য করে রাতে বাজারে অবস্থান করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, কাশিয়ানীতে কোনো ত্রাণ আত্মসাৎকারীকে ছাড় দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রী, চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাশিয়ানীর মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন। তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন’।