আইন-আদালত

কাশিয়ানীর মহেশপুরে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যক্তির জরিমানা

By মেহেরপুর নিউজ

April 04, 2020

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি: মোঃ ইব্রাহিম মোল্লা: 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বন্ধের সময় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আাদালতে ৪ ব্যক্তির জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে করোনা আতঙ্কে দেশে বিরাজ মান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌছাই দিতে প্রশাসনের কর্মকর্তাগণ যখন ব্যস্ত ঠিক তখন  সামাজিক দূরত্ব বজায় না রাখা , প্রকাশ্যে ধুমপান এবং চলাচলে বিগ্ন সৃষ্টির জন্য  ৪ জনকে দন্ডবিধির ২৬৯/৭১ ধারায় ৪ হাজার ১ শত টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয় ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের রাস্তায় কলাই ও সরিশা রেখে চলাচলে বাধাসৃষ্টির জন্য মোঃ মফিজুর রহমানকে ২ হাজার, সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য মোতালেব চেীধুরীকে ১ হাজার, বিল্লালকে ১ হাজার ও প্রকাশ্যে ধুমপানের জন্য শ্যামলকে ১ শত টাকা জরিমানা আদায় করা হয় ।