বর্তমান পরিপ্রেক্ষিত

কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে সারাদেশে প্রথম হলেন নিওলা আরিবাহ

By মেহেরপুর নিউজ

June 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ জুন: পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে মেধা তালিকায় ৪র্থ থেকে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করার অনন্য কৃতিত্ব লাভ করেছেন মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্রী নিওলা আরিবাহ।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ২০১৬ সালের কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে নিওলা আরিবাহ এ কৃতিত্ব লাভ করেন।

এরআগে গতমার্চ মাসে বৃত্তি ফলাফল প্রকাশিত হলে সে ৩শ নস্বরের মধ্যে ২শ ৯২ মার্ক পেয়ে দেশের মধ্যে ৪র্থ স্থান অধিকার করে। ঐ ফলাফলের তার অভিভাবক ও গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক সামছুজ্জামান শামীমের মনে সন্দেহ হলে তারা খাতা চ্যালেঞ্জ করেন। পরে খাতা পূর্ন:গননা শেষে নিওলা আরিবাহ ৪ মার্ক বেশি পেয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

বিষয়টি কিন্ডার গার্টেন এ্যাসোসিশনের যুগ্ম মহাসচীব মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে জানানো হয়। নিওলা আরিবাহ মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকার অ্যাড. আবু সালেহ মোহাম্মদ নাসিম এবং শিরিন সুলতানা মায়ার একমাত্র কন্যা ও প্রবীন আইনজীবী জাহাঙ্গীর হোসেনের নাতনি। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।