ব্যবসা ও বানিজ্য

কিস্তির টাকা দিতে না পারায় কৃষককে জেলে পাঠালো আশা এনজিও

By মেহেরপুর নিউজ

April 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুর গাংনীর হোগল বাড়ি গ্রামের খেদের আলীর ছেলে জামাল উদ্দীন আশা এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় গাংনী থানা পুলিশ জেল হাজতে পাঠিয়েছে।গাংনীর মহাম্মদপুর আশা ব্রাঞ্চ ম্যানেজার আতিয়ার রহমাননের দায়ের করা মামলায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। কৃষক জামালের পরিবারের অভিযোগ, ক্ষেতের ফসল উৎপাদনের জন্য আশা এনজিও’র গাংনী উপজলোর মোহাম্মদপুর শাখা থেকে মাত্র ১৬ হাজার টাকা ঋণ নিয়েছিলেন জামাল।  কিন্তু ফসল ভালনা হওয়ায় তিনি আশা এনজিওর নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত সহযোগিতার আওতায় পুন তফসিল করতে বলেন। কিন্তু এনজিও কর্তৃপক্ষ এ দাবি নামেনে তাতে চাপ দিলে  গত ৬ মাসে তিনি ৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকী টাকা আগামী রোববার পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু শাখা ব্যবস্থাপক আতিয়ার রহমান এ প্রতিশ্রুতি মানতে নারাজ । তাই স¤প্রতি মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তিনি। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের নথিভূক্ত হয়। গত ২৫ মে আদালত তার বির“দ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করেন। মঙ্গলবার শেষ রাতে  মেহেরপুরের গাংনী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আশা এনজিও মহাম্মদপুর শাখা ব্যবস্থাপক আতিয়ার রহমান জানান, ঋণ খেলাপি জামালকে বারবার তাগিদ দেয়া হলেও আমাদের সাথে খারাপ ব্যবহার করে । তার এতবড়  সাহস সে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কথাও কর্ন পাত করেননি । আমরা বাধ্য হয়ে মটমুড়া ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিলে তিনি আমাদের মামলা করতে নির্দেশ দেন তাই মামলা করা হযেছে । ক্ষতিগ্রস্ত সহযোগিতার আওতায় পুন তফসিলের সুযোগ কেন দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন উদ্ধতন কর্তৃপক্ষের নিষেধ আছে। মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন , এ বিষয়ে আমার সাথে এনজিও কর্তৃপক্ষ কোন বিচার নিয়ে আসেনি। গাংনী থানার ওসি মাছুদুল আলম বলেন আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।