ইতিহাস ও ঐতিহ্য

কুতুবপুরে দিনব্যাপী মহররমের মেলা

By মেহেরপুর নিউজ

October 12, 2016

হাসানুজ্জামান, ১২ অক্টোবর: আজ ১০ মুহররম। আজ আশুরা । দিনটি মুসলমান ধর্মালমম্বীদের অন্যতম একটি দিন। এদিনের তাৎপর্যতা বজায় রেখে অনেকেই রোযা পালন করছেন। দিনটিকে ঘিরে উৎসবে মেতেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামবাসী। কুতুবুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে মেলা। নানা পসরা সাজিয়ে বিভিন্ন স্থানের ক্ষুদে ব্যবসায়ীরা সেখানে দোকান সাজিয়েছেন। দুর দুরান্ত থেকে মানুষজন ও্ই মেলা উপভোগ করার জন্য সকাল থেকে সেখানে ছুটছেন। সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যায় ভাঙবে এ মেলা। তবে প্রশাসনের কড়া নজরদারির কারণে এ বছর পুতুল নাচের নামে নৃত্যু বন্ধ রয়েছে। এছাড়া তাজিয়া মিছিলও হয়নি বলে খবর পাওয়া গেছে। এদিকে আশুরার এই দিনটিতে কুতুবপুর গ্রামের বাড়িতে বাড়িতে চলছে নানারকম খাওয়া দাওয়ার উৎসব। অনেকেই মেয়ে জামাই আত্মিয় স্বজন দাওয়াত করে নিয়ে এসেছেন উৎসব পালন করার লক্ষ্যে।