নির্বাচন

কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি‘র আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 09, 2020

মেহেরপুর নিউজ:

২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

যুবলীগ নেতা বানিয়াজ হোসেনের সভাপতিত্বে কুতুবপুর ইউনিয়নের কালি গাংনীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বাক্কার আলী, মহাসিন আলী,যুবলীগ নেতা স্বাধীন, বিপ্লব হোসেন, সাদ্দাম হোসেন, বাণীয়াজ হোসেন, সুমন আলী, সোহেল রানা, বাবুল হোসেন, সোহেল আহমেদ, আজগর আলী, নজরুল ইসলাম প্রমূখ।