বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টীল আলমারী ও ফুটবল বিতরণ

By মেহেরপুর নিউজ

July 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টীল আলমারী ও ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলমারি ফুটবলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমারি ফুটবল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ইউপি সচিব বজলুর রহমান প্রমূখ।