বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়ন শিক্ষা উন্নয়ন কমিটি গঠন ও পরিকল্পনা প্রনয়ন সভা

By মেহেরপুর নিউজ

May 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ মে: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে গনস্বাক্ষরতা অভিযান ও পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) এর তত্তাবধানে অভিযাত্রা প্রকল্পের ইউনিয়ন শিক্ষা উন্নয়ন কমিটি গঠন ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক অফিসার আফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গন স্বাক্ষরতা অভিযানের প্রতিনিধি সিনিয়র উপ-কার্যক্রম ব্যবস্থাপক সাকিবা খাতুন, কার্যক্রম কর্মকর্তা কাজী আশিক এলাহি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএস এর উপ-পরিচালক মোঃ জালালউদ্দিন সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ২১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির গঠনের মাধ্যমে ৩য়-৫ম শ্রেনির শিশুর ঝরে পড়া রোধ, আদর্শ ও নৈতিক শিক্ষা, দেশপ্রেম সহ সুন্দর পরিবেশ গঠন, আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহন ইত্যাদি বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহন সহ চাহিদা সম্পন্ন, সুবিধা বঞ্চিত শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং উপস্থিতি নিশ্চিত করা বিষয়ে আলোচনা করা হয়।