শিক্ষা ও সংস্কৃতি

কুপিবাতির আলোয় আলোকিত লীজা

By মেহেরপুর নিউজ

May 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে: এখন আমি কি করবো ? লেখা পড়ার খরচ যোগানোর মতো সাধ্য আমার পরিবারের নেই। আমার বাবার কোন জমি জিরাত নেই। কিভাবে খরচ যোগাবে? আমার লেখাপড়া হয়তো বন্ধ হয়ে যাবে। এমনি ভাবে হতাশা প্রকাশ করছিলেন জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্রী নিশাত মুন্নী লীজা। সে এবার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্ঠদহ গ্রামের আয়ুব আলী ও জোসনা খাতুনের মেয়ে নিশাত মুন্নী লীজা ৩ বোনের মধ্যে ছোট। ছোট বেলা থেকেই লীজা অত্যন্ত মেধাবী। বাবার অভাব অনটনের সংসারে থেকেও লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। প্রকৌশলী হবার স্বপ্ন দেখে লীজা অক্লান্ত পরিশ্রম করেছে। বৈদ্যুতিক আলোয় তার লেখাপড়ার সুযোগ হয়নি । একমাত্র সম্বল ছিলো কেরোসিনের কুপি বাতি। নিশাত মুন্নী লীজা জানান, অভাব অনটনের সংসার তাই বাবা মা অন্য দু’বোনের বিয়ে দিয়ে দেন । সংসারের বোঝা কমাতে কয়েকবার লীজাকেও বিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু লীজা বিয়েতে রাজি হননি। নিজের লেখা পড়ার খরচ যোগাতে সারা বছর অন্যকে প্রাইভেট পড়িয়েছেন। রাতের আঁধারে লেখাপড়া করতে হলে তার একমাত্র সম্বল ছিলো কুপি বাতি। প্রকৌশলী হবার স্বপ্ন দেখলেও খরচ যোগাতে না পারায় লীজার লেখাপড়া বন্ধ হবার পথে। লীজার বাবা আয়ুব আলী ও মা জোসনা খাতুন জানান, অভাবের সংসার তাই ভালভাবে মেয়েদের পেটের খাবার যোগাতে পারেনি। জমি জিরাত নেই। একটি বেসরকারী প্রতিষ্ঠানে পিয়নের কাজ করে যা পায় তা দিয়ে সংসারই চলে না । মেয়ের লেখাপড়ার খরচ যোগাবো কিভাবে? যদি কেউ লীজার লেখাপড়ার দায়িত্ব নেয় তাহলে ওর স্বপ্ন পুরণ হতে পারে । লীজার লেখাপড়ার সহযোগিতার জন্য বিত্ববানদের প্রতি অনুরোধ জানিয়েছেন লীজার পরিবার।