বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়ায় তালের চারা রোপন কর্মসূচি উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 12, 2023

মেহেরপুর নিউজ:

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর কর্মসূচির আওতায় তালের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া ভৈরব নদের পাশে ওয়াওয়ের দুপাশে তালের চারা রোপনের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালের চারা রোপনের উদ্বোধন করেন।তালের চারা রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, ইউপি সদস্য রাজন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।ওয়াক ওয়ের দুপাশে ৫০ টি তালের চারা রোপন করা হয়।