বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়া কলা ও পেঁপে গাছ কাটার প্রধান আসামী তুহিন গ্রেফতার

By মেহেরপুর নিউজ

July 31, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা কুলবাড়িয়া মাঠে কলা ও পেঁপে গাছ কেটে তসরুপ করার মামলার প্রধান আসামী তোবারক হোসেন ওরফে তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ । তোবারক হোসেন তুহিন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের তোফাজ মালিতা ছেলে।

গত ২৫ এপ্রিল তোবারক হোসেন ওরফে তুহিনের নেতৃত্ব তার লোকজন একই গ্রামের আব্দুল লতিফের লাগানো ৭ লক্ষাধিক টাকা মূল্যের কলা এবং পেঁপে গাছ কেটে তসরুপ করে। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ রাতে তুহিনকে আটক করে।