টপ নিউজ

কুয়াশায় ঢেকে আছে গাংনী

By মেহেরপুর নিউজ

January 22, 2021

 সাহাজুল সাজু :

শৈতপ্রবাহ-মৃদু বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে আছে পুরাে মেহেরপুরের গাংনী । রাতের ভাগে আকাশ পরিস্কার থাকলেও  শুক্রবার ভাের থেকে প্রচন্ড কুয়াশা আর মৃদু বাতাস এবং শৈতপ্রবাহে মানুষ কাহিল হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে শৈতপ্রবাহ ও কুয়াশা বিরাজ করলেও।

আজ শুক্রবার ঘন কুয়াশার কারণে নিকটে দাঁড়িয়ে থাকা মানুষও চেনা দায় হয়ে পড়েছে। এ ধরণের আবহাওয়ার কারণে মানুষের পাশাপাশি সবচেয়ে কষ্টের শিকার হচ্ছে পশুপাখিরা। শৈতপ্রবাহের কারণে কর্মজীবি মানুষেরা পড়েছে বিপাকে। অন্নের আশায় বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে কর্মজীবি মানুষেরা ছুটছে কর্মস্থলে।

এদিকে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আবহাওয়ার এ অবস্থায় খােলা বাজারের গরম পােশাকের দােকানে সকাল ৮টা থেকে ভীড় জমাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের জিয়ারুল ইসলাম জানান,আবহাওয়া যতােই খারাপ হােক না কেন। পেট তাে থেমে থাকবেনা। একদিন না কাজ করলে,পেট চলবেনা। তাই কাজে যাচ্ছি। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রের তথ্যানুযায়ি আজ শুক্রবার সকাল সােয়া ৯টার সময় গাংনীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস।