শিক্ষা ও সংস্কৃতি

৪র্থ বর্ষে পা রাখলো মৃত্তিকা

By মেহেরপুর নিউজ

January 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারি: “থেমো থেকোনো অন্ধকারে,চলো এগিয়ে যায় এক সাথে” এই শ্লোগানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকা ৪র্থ বর্ষে পদাপর্ন করলো। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ষবরন পালন করলো সংগঠনের সদস্যরা।

সোমবার বিকেলে মৃত্তিকার কার্যালয় প্রাঙ্গনে মেহেরপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন । এ সময় মৃত্তিকার সভাপতি মানিক হোসেন, সাধারন সম্পাদক আশহাদুর রহমান অনু, উদীচী’র সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম জাহাঙ্গীর সেন্টু, শ্বাশত নিপ্পন, সাংবাদিক তোজাম্মেল আযমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে মৃত্তিকার সভাপতি মানিক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন মিরু, ডা. তাপস কুমার ,উচীচী’র সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামিম জাহাঙ্গীর সেন্টু, শ্বাশত নিপ্পন, সাংবাদিক তোজাম্মেল আযম, মাহবুবুল হক মন্টু, নিশান সাবের প্রমুখ। এর আগে মৃত্তিকার পক্ষ থেকে অতিথীদের ফুল ও উত্তরিও পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।