ইতিহাস ও ঐতিহ্য

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ

By মেহেরপুর নিউজ

February 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ফেব্রুয়ারি:

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি ;অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মেহেরপুর নিউজের পক্ষে মেহেরপুর নিউজের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক পলাশ খন্দকার। এ সময় তিনি ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

শুক্র্রবার সকালে মেহেরপুর নিউজের ঢাকা অফিসের সাংবাদিকদের সাথে তিনি নিউজ সংবাদ পোর্টালের প্রধান সম্পাদক শহীদ মিনারে পুষ্প্মাল্য অর্পন করেন।

উল্লেখ্য,রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। তবে দেশের গণ্ডি ছাড়িয়ে অমর একুশে এখন পালিত হচ্ছে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।