বর্তমান পরিপ্রেক্ষিত

কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

September 20, 2016

মেহেরপুর নিউজ,২০ সেপ্টেম্বর: মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা। ফাজিল পরীক্ষা কেন্দ্র।  মঙ্গলবার ছিল ফাজিল (স্নাতক সমমান) শেষ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। পরীক্ষা গ্রহণের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল কিছুরই প্রস্তুতি ছিল। ছিল পুলিশি নিরাপত্তা। কেন্দ্র সচিবসহ ছিল পরীক্ষা কক্ষ পরিদর্শক। ওই পরীক্ষাই পুরো কেন্দ্র জুড়ে কাজী সাঈদ আহমেদ নামেমাত্র একজন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। জানা গেছে, ওই কেন্দ্রে মোট ১৭৫ জন পরীক্ষার্থী ফাজিল পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু  মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাত্র ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ফলে ওই পরীক্ষা কক্ষের চেহারা দেখে মনে হচ্ছিল একজন শিক্ষক একজন ছাত্রকে একান্তেই কোনো বিষয় নিয়ে শিক্ষা দান করাচ্ছেন। কেন্দ্র সচিব ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আনছার উদ্দিন বেলালী বলেন, নিয়ম মাফিকভাবে পরীক্ষা নিতে হবেই। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একজন পরীক্ষার্থী থাকলেও তার পরীক্ষা নিতে হয়েছে।