করোনাভাইরাস

কেরু অ্যান্ড কোম্পানি‘র হ্যান্ড স্যানিটাইজার বাজারে

By মেহেরপুর নিউজ

March 23, 2020

মেহেরপুর নিউজ ডেক্স:

কেরু অ্যান্ড কোম্পানি‘র  (চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন সংস্থা) উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার , আজ থেকে পরীক্ষামূলকভাবে বাজারে আসছে।

সোমবার থেকে কেরু অ্যান্ড কোম্পানি  হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়বে। কয়েক দিন পর থেকে পুরোদমে তা বাজারে পাওয়া যাবে। তারা বিক্রিও করবে কম দামে।

কেরুর ব্যাবস্থাপনা পরিচালক বলেন, ‘করোনাভাইরাসের আতঙ্কে মানুষ স্যানিটাইজার কিনছে। এখন এটা প্রয়োজন। মাদকদ্রব্য অধিদপ্তরকে বলেছি, কোনো নথিগত বিষয় থাকলে আমরা সেটা পড়ে করব।’

কেরুর বিপুল পরিমাণ স্যানিটাইজার তৈরির সক্ষমতা আছে বলে উল্লেখ করে জাহেদ আলী আনছারী আরও বলেন, ‘বাজারের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারব।’

দেশের বিভিন্ন জায়গায় ১৬টি বিপণন কেন্দ্র, শিল্প মন্ত্রণালয় ও চিনি শিল্প করপোরেশনের সামনে শুরুতে এই স্যানিটাইজার পাওয়া যাবে। এ ছাড়া চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা সরবরাহ করবে। প্রতি ১০০ মিলিলিটারের দাম হবে ৬০ টাকা।

জাহেদ আলী আনছারী বলেন, ‘বাজারে ৫০ মিলিলিটারের দাম ৫০ টাকা। শিল্পসচিব স্যার আমাদের বেশি লাভ করতে নিষেধ করেছেন। তাই আমরা কম দামে বিক্রি করব।’

উল্লেখ্য,  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অবস্থিত কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড (১৯৩৮) বাংলাদেশের বৃহত্তম চিনি কল। এটি সরকারি সংস্থা চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের এই কারখানাটি স্পিরিট উৎপাদন করে।

 

#সূত্র: প্রথম আলো #