এক ঝলক

কোভিড১৯ : মেহেরপুরে ৫’শ জন অটো চালকের মাঝে মাস্ক বিতরণ

By Enayet Akram

June 28, 2020

মেহেরপুর নিউজ, ২৮ জুন: মেহেরপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার অটো চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে চালকদের মাঝে মাস্ক বিতরণ করেছেন মেহেরপুর জেলা অটো মালিক চালক সমিতি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এর আহবানে সাড়া দিয়ে মাস্ক বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে অটো মালিক চালক সমিতি নেতৃবৃন্দ মেহেরপুর নিউজকে জানান।

মালিক সমিতি জানায়, মেহেরপুরে ৬,১৫৫ টি আটো (ইজিবাইক) রয়েছে। প্রথম ধাপে অটো চালকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ৫০০ জন অটো চালকের মাঝে মাস্ক বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাকীদের মাঝেও মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হবে।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরস্থ মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী  অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা অটো মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান, মেহেরপুর জেলা অটো মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক খোরশেদ আলী প্রমূখ।