করোনাভাইরাস

কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার শীর্ষক প্রেস ব্রিফিং

By মেহেরপুর নিউজ

June 28, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনারের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো,আতাউল গনি জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযুক্তিই হাতিয়ার শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনারের উদ্বোধন করেন।

এ সময় সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার নাহিদ হাসান, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।