ফুটবল

ক্যাশবপাড়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By Meherpur News

July 28, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের ক্যাশবপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর শহরের ক্যাশবপাড়া মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাকিব, মোঃ মফিজুল ইসলাম, হাফিজুর রহমান, তোফাজ্জেল হোসেন, মোঃ শিলন, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও মোনায়েম খান প্রমুখ।

টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—ক্যাশবপাড়া বয়েজ টেন, ক্যাশবপাড়া সুপার কিং, ক্যাশবপাড়া সুপার স্টার ও ক্যাশবপাড়া একাদশ।

উদ্বোধনী খেলায় ক্যাশবপাড়া বয়েজ টেন ৪-০ গোলে ক্যাশবপাড়া সুপার কিংকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিওন দুটি, ওমর ও সবুজ একটি করে গোল করেন।