খেলাধুলা

ক্রিকেটার আশাদুল ইসলাম লিটন খেলা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ

By মেহেরপুর নিউজ

March 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর ক্রিকেটার আশাদুল ইসলাম লিটন খেলা থেকে অবসর গ্রহণ করায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।

শনিবার বিকেলের দিকে পাবলিক ক্লাব ও লাইব্রেরীর পক্ষ থেকে লিটনকে বিদায় জানানো হয়। প্রাক্তন ক্রিকেটার মাসুদুল হাসান, সোহেল রানা সবুজ উপস্থিত থেকে আমঝুপি মাঠে লিটনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে বিদায় জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে সাবেক ক্রিকেটার সাগর, আতিক, বিশু, নাজিম প্রমূখ উপস্থিত ছিলেন।