ক্রিকেট

ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত

By মেহেরপুর নিউজ

March 23, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। জাতীয় দলের টেস্ট ওপেনার ইমরুল কায়েসের  জন্মস্থান মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামে।

সোমবার সকালের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে বানি আমিন বিশ্বাস (৬০) মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে বিপরিদগামী আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বানি আমিন বিশ্বাস মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যাওয়া সহ কানে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর থেকে রেফার্ড করা হয়েছে।