বর্তমান পরিপ্রেক্ষিত

ক্লিনিক কতৃপক্ষের অবহেলায় গর্ভের শিশুসহ প্রসূতির মৃত্যু !

By মেহেরপুর নিউজ

August 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট: ক্লিনিক কতৃপক্ষের অবহেলার কারনে গর্ভের শিশুসহ রিজিয়া নামের এক প্রসুতির মর্মান্তিক মৃত’্য হয়েছে।আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে  মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার সময় ওই প্রসুতির মৃত্যু হয়। জানা গেছে,গাংনী  উপজেলার করমদী গ্রামের এরশাদ আলীর স্ত্রী রিজিয়া খাতুন(২৫)কে আজ শুক্রবার সকালে প্রসব বেদনা শুরু হলে গাংনী রাজা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশন করার জন্য ৯ হাজার টাকার চুক্তি করা হয়। রিজিয়ার স্বামী টাকা আসতে দেরি হওয়ায় সন্ধ্যার দিকে তার অবস্থার অবনতি হতে থাকে। বেগতিক দেখে ক্লিনিক কতৃপক্ষ তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। রাত সাড়ে ৭টার দিকে রিজিয়াকে মেহেরপুর জেনারেল  নেয়া হলে সে মারা যায়।এর পূবেই তার পেটের সন্তান ও মারা যায়।এদিকে ক্লিনিক কতৃপক্ষের অবহেলায শিশুসহ গর্ভবতীর করুন মৃত্যুতে হাসপাতাল চত্বরে উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে। রাতেই তার লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়।