করোনাভাইরাস

খাদ্য আপনাদের পিছনে দৌড়াবে—গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক

By মেহেরপুর নিউজ

April 04, 2020

 

মেহেরপুর নিউজ ঃ   খাদ্য’র জন্য দৌড়ানোর প্রয়োজন নেই খাদ্য আপনাদের পিছনে দৌড়াবে। একটু ধৈয্য ধরে নিজের পরিবারের সমাজের ও রাস্ট্রের কল্যানের জন্য আপনারা ঘরে থাকুন প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আপনাদের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হবে।

শনিবার বিকালে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে দরিদ্র অসহায় ও কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন সরকার পর্যাপ্ত পরিমান খাদ্য বরাদ্দ করেছে। এছাড়া বেসরকারী ও এলাকার যুবকরা খাদ্য সরবরাহ করছে। তাই করোনা সংক্রামন থেকে রক্ষা পেতে ঘরে অবস্থান করুন। নিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ করে দেওয়ার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন,রাস্ট্রের সংকটময় মুহুর্তে বেসরকারী ক্লিনিক ডায়াগনষ্টি সেন্টার বন্ধ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন একজন ডাক্তার তৈরি করতে রাষ্ট্রের লাখ লাখ টাকা খরচ হয়। অথচ রাস্ট্রের ক্লান্তিকালে কিছু ডাক্তারের নিবর ভুমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এছাড়া কমিউনিটি ক্লিনিক পূর্ণাঙ্গভাবে চালু রাখা ও হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি বলেন,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিনিয়ত বাজার মনিটরিং করার কারনে দ্রব্যমূল্যের উর্ধগতি কমে এসেছে।