বর্তমান পরিপ্রেক্ষিত

খুনীর চেয়েও মাদক কারবারী বেশী অপরাধী —– পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

May 01, 2017

মেহেরপুর নিউজ,৩০ এপ্রিল:

মাদক ব্যবসায়ীরা খুনীদের চেয়েও বড় অপরাধী। মাদক কারবারীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে, তাদের জন্য সামনের দিন গুলি হবে চরম ভয়াবহ। এ ধরণের মাদক ব্যবসায়ীরা সমাজের আবর্জনা। এদের সমাজ-রাষ্ট্র থেকে উৎখাত করতে হবে।

গতকাল রোববার বিকেলে মেহেরপুরের গাংনীর উপজেলার কাথুলী ইউনিয়নে স্থানীয় পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধানকালে মাদক ব্যবসায়ীদের হুশিয়ারের সুরে কথাগুলো বলেন,মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। গাঁড়াবাড়ীয়া পুলিশিং কমিটির সহযোগিতায় গাংনী থানা পুলিশ কুতুবপুর স্কুল এন্ড কলেজ (গাঁড়াবাড়িয়া) চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিস) মুন্না বিশ্বাস,কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা। এ সময় বক্তব্য রাখেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুন্নত আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়ন পরিষদের দু’সদস্য নবীছুদ্দিন ও আজমাইন হোসেন, সমাজ সেবক শওকত আলী,স্থানীয় কবি মোসেক আলী। এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানার এসআই বক্তিয়ার আলী,গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,আ.লীগ নেতা মোজাম্মেল হক,কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান লাভলু।

সভা শেষে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৩ জন মাদক সেবী ও ব্যবসায়ী নেশার জগত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের কাছে আত্মসমর্পন করেন। এদিন সন্ধ্যা রাতে গাংনী থানা পুলিশের আয়োজনে গাংনী উপজেলার সাহারবাটি বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মাহমুদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সভা শেষে সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ জন মাদক সেবী ও ব্যবসায়ী মাদককে বর্জন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের কাছে আত্মসমর্পন করেন।