খুলনা বিভাগ

খুলনায় ‘সুশাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 29, 2019

বেসরকারী উন্নয়নকারী সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন এডাব খুলনা জেলা কর্তৃক আয়োজিত বেসরকারী উন্নয়ন সংস্থায় সুশাসন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল হেলস ক্লিনিক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান তথ্য অফিসার ম.জাবেদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, বলেন- বর্তমানে জিও-এনজিও মধ্যে সমন্বয় না হলে উন্নয়ন টেকসই হবে না। এজন্য জিও-এনজিও এর সমন্বয় দরকার। এডাব যেহেতু এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান, তাই এডাব এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে পারে। একটা দেশের উন্নয়নে জিও-এনজিও এর সহযোগিতা দরকার।এডাবের খুলনা জেলা শাখার সভাপতি জাকিয়া আখতার হোসেন।

সোয়টের নির্বাহী পচিালক এ্যাডভোকেট কুদরত-ই- খুদার সঞ্চালনায় এডাব খুলনা জেলা শাখার সদস্য সচিব ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড। ধারনা পত্র উপস্থাপন করেন মতিয়াখালী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বুলি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মৃৎশিল্প উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অসীম কুমার পাল, রাসটিকের নির্বাহী পরিচালক মোড়ল নূর মোহাম্মদ, কনসেন্স এর নির্বাহী পুিরচালক সেলিম বুলবুল, লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার, দীপ্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাফায়েল খান, শান্তি সদন এর নির্বাহী পরিচালক রসু আকতার, দলিতের স্পপন কুমার দাশ, অ্যাওসেডের সমন্বয়কারী হেলেনা খাতুন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সাভির্সেস ট্রাস্ট খুলনা জেলা সমন্বয়কারী এ্যাড. অশোক কুমার সাহা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ খুলনা জেলার এালাকা ব্যবস্থাপক মোঃ মঞ্জুর হোসেন, সিডিপির বিভাগীয় সমন্বয়কারী মোঃ বিল্পব হোসেন, কারিতাসের জেম্স সুকুমার মন্ডল প্রমুখ।

# প্রেস বিজ্ঞপ্তি #