বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগে আবৃত্তিতে প্রথম মেহেরপুরের আনিসা বুশরা

By Meherpur News

December 18, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিসা বুশরা সমন্বিত সাংস্কৃতিক সংসদ আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা’-তে খুলনা বিভাগীয় পর্যায়ে আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সে এ কৃতিত্ব অর্জন করে।

আনিসা বুশরা মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মোস্তাক আহমেদের কন্যা। সে ‘জুলাই যোদ্ধা’ ইশতিয়াক আহমেদের ছোট বোন।

এই সাফল্যে পরিবারের সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। আনিসা বুশরা ভবিষ্যতে আরও ভালো করার জন্য সকলের দোয়া কামনা করেছে।