বর্তমান পরিপ্রেক্ষিত

খোকসা সঃ প্রাঃ বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠক

By মেহেরপুর নিউজ

June 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বুধবার দুপুরের দিকে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ওয়ালিদ এর পিতা ছমিরুল এর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা,বাড়িতে নিয়মিত পড়তে বসানো,টিফিনসহ বিদ্যালয়ে পাঠানো,প্রতিদিন এক পাতা বাংলা ও ইংরেজি হাতের লেখা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মহাদেস আলী।