মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। সোমবার সকালে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকরা উঠান বৈঠক অংশগ্রহণ করে। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদ্দেস আলী উঠান বৈঠকে বক্তব্য রাখেন।