রাজনীতি

গণতন্ত্র পূন:উদ্ধার করতে আন্দোলনের বিকল্প নেই – মাসুদ অরুণ

By মেহেরপুর নিউজ

September 01, 2015

মেহেরপুর নিউজ,০১ সেপ্টেম্বর:

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, রাজপথে থাকা নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র পূন:উদ্ধার করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেণ জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী ) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। আলোচনা সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,

বিএনপির সিনিয়র নেতা আব্দুর রব, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন ছাতু, ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ বিজন, পৌর সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু, আব্দুর রশিদ, বদর উদ্দিন, আব্দুর রহিম, আব্দাল হক সেলিম প্রমুখ। সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, বর্তমান সরকার এর আগে দেশে একদলীয় শাষনতন্ত্র কায়েম করেছিলো। মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলো। শহীদ জিয়ার আর্বিভাবে এদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসছিলো। আলোচনা সভায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

অপরদিকে, শাহীজীপাড়াস্থ কার্যালয়ে আনছারুলের নেতৃত্বাধীন বিএনপি অপর অংশ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা করেছে। বিএনপি নেতা আনছারুল হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর হোসেন, মোখলেসুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়েজ মহাম্মদ প্রমুখ।