মিডিয়া

গতিপট’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

By মেহেরপুর নিউজ

December 07, 2016

ঢাকা অফিস, ০৭ ডিসেম্বরঃ নির্মাতা ও সংগঠক মৃদুল মামুন পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র “গতিপট – Moving Canvas”ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে “১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ ও মুক্ত চলচ্চিত্র উৎসব”-এ উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭.০০টায়।বিজ্ঞপ্তি

বিশ্বায়নের এই যুগে হারিয়ে যেতে থাকা বাংলার বিভিন্ন কৃষ্টি-কালচার, ঐতিহ্য, উৎসব, শ্লোগান কিংবা লেখকের লেখা গুলো শিল্পীর তুলি এবং উদ্যোক্তার হাত ধরে টি-শার্ট এর ক্যানভাসে তুলে আনার গল্প বলবে “গতিপট”। ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড মিডিয়া,স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ব্যানারে এবং দৃশ্যকার ফিল্মস-এর প্রযোজনায় প্রামাণ্য চিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মৃদুল মামুন।

ছবিটির প্রযোজক আবদুল্লাহ আল মামুনও শারমিন মামুন এবং উপদেষ্টা মানজারে হাসীন মুরাদ ওমাক্সুদুল বারী। এছারাও ছবিটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আসিফ জোয়ার্দার সোহাগ, চিত্রগ্রহনে জহুরুল হক জনি, শব্দে ফাহাদুর রেজা রুকুওএম.এইচ. আশরাফ, আবহ সঙ্গীত সুমন শীল এবং কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল।