অন্যান্য

গরম তেলে ঝলসে গেছে শিশু শরীর

By মেহেরপুর নিউজ

November 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে গরম তেলে পড়ে হুমায়রা নামের ৯ মাস বয়সের এক শিশু ঝলসে গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপাল পুর গ্রামের সুমনের মেয়ে হুমায়রা রান্না ঘরে বসে খেলার করার  সময় চুলায় থাকা গরম তেলের উপর পড়ে যায়। এতে তার ২ পা সহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।