বর্তমান পরিপ্রেক্ষিত

গরুর যোগান নেই মেহেরপুর পশু হাটে

By মেহেরপুর নিউজ

August 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ আগষ্ট: আর মাত্র ৩দিন বাদে মুসলিম সম্প্রদায়ের ২য় সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানী। এই কোরবানীকে সামনে রেখে মানুষজন এখন গরু ছাগল ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত থাকার কথা। সে অনুযায়ী মেহেরেপুর শহরের গো-হাটে গরু বিক্রির জম জমাট অবস্থা থাকার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যি যে মেহেরপুর গো-হাটে তার ঐতিহ্য হারিয়েছে।

শুক্রবার গো-হাটে গিয়ে দেখা গেলো গোটে হাটে কোরবানীর জন্য নাম মাত্র কয়েকটি গরু এসেছে। যা একে বারে হাতে গোনা। যে গরু গুলো হাটে উঠেছে তাও আবার ক্রয় করার জন্য ক্রেতার অভাব। হাট ঘুরে দেখা গেলো মোটামুটি বড় আকারের একটি গরু আনা হয়েছে ভবের পাড়া থেকে। দাম চাওয়া হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা, সর্বচ্চ ১ লক্ষ ১০ হাজার টাকা দাম হাঁকা হয়েছে। মোটামুটি সাইজের ৬-৭টি গরু এসেছে। যার দাম ৭০ হাজার থেকে ৯০ হাজারের মধ্যে। গরুর ব্যাপীরা জানান হাট মালিকের কারণে মেহেরপুরের ঐতিহ্যবাহি গরুর হাটে গরু খুব একটা আসেনা। আবার অনেক ব্যাপারী জানান আজ শুক্রবার জেলার সব চেয়ে বড় হাট বামুন্দীতেও আজ হাটবার তাই এখানে তুলানমুলক কম গরু আমদানী হয়েছে। তবে মেহেরপুরের হাটে গরুর বাছুরের যথেষ্ট আমদানী রয়েছে।