অন্যান্য

গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

April 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ এপ্রিল: স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে রেকসোনা খাতুন নামের ২ সন্তানের এক জননী।  মঙ্গলবার বিকালের দিকে গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গাংনীর চৌগাছা গ্রামের আফসার আলী তার স্ত্রী রেকসোনা উপর প্রায় নির্যাতন চালিয়ে আসছিলো। ঘটনার দিন বিকালের দিকে আবারো নির্যাতন শুরু করলে নির্যাতন সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা দেখে ফেললে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।