মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার গহরপুরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আর বেচে নেই( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। দীর্ঘদিন যক্ষা রোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। সকালে গহরপুর স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তার লাশ দাফন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা রাষ্টে্র পক্ষে সালাম গ্রহন করেন। এ সময় বিউগলের করুন সুর বেজে ওঠে। জেলা মুক্তিযোদ্ধা বশির আহমেদ, উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল মান্নান এক স্ত্রী, ৩ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।