আইন-আদালত

গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল

By মেহেরপুর নিউজ

May 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ মে: গাঁজা সেবন করার অপরাধে রাজ, হারু ও মিঠু নামের ৩ যুবকের ১৫ দিন করে কারাদন্ড এবং মফিজুল, আমিরুল, খোদাবকস ও সাইদুরের পরিবারের কাছে থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈনুল হাসান আদালত বসিয়ে এ রায় দেন। পুলিশ জানায়, বুধবার সকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ শহরের ফৌজদারী পাড়ার আযুব শেখের ছেলে মিঠুন, জব্বারের ছেলে হারু, আহাদ আলীর ছেলে আমিরুল, জহুর মন্ডলের ছেলে খোদাবকস, ফতেপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে রাজন, রমযান আলীর ছেলে মফিজুল, মুকুলের ছেলে সাইদুরকে গাঁজা সেবন করার সময় আটক করার পর ভ্রাম্যমান আদালতে নেয়া হয়।