মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনিতে সড়ক দুর্ঘটনা যেন কিছুতে থামছে না। চলতি মে মাসে ১০দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন।
১ মে গাংনী উপজেলার আকবপুরে তন্ময় হোসেন (১৬) নামের কিশোরের মৃত্যু,, আকবপুর গ্রামের একলাছুরের ছেলে লাটাহামবারের ধাক্কায় অপর লাটাহাম্বারের যাত্রী তন্ময় নিহত, ৬ মে গাংনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কামারখালী ও তেরাইল এলাকায় মুস্তাফিজুর রহমান (১৪), হিন্দা গ্রামে সোহাগ আলী নামের এক ব্যক্তি নিহত, মুস্তাফিজুর রহমান সিন্দুরঘটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং সোহাগ আলী হিন্দা গ্রামের খায়রুল ইসলামের ছেলে, ৭ মে গাংনীর শুকুরকান্দিতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হন।
নিহতরা হলেন,গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রেবাস চালক জামাল উদ্দীন (৫০),গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে ইমারত নির্মান শ্রমিক শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।
১০ মে কাজীপুর গ্রামের তাসমিন খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। শিশু তাসমিন জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে, তাসমিন নানার দোকানে হালখাতার মিষ্টি নিয়ে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল, এসময় ইঞ্জিনচালিত ষ্টেয়ারিং গাড়ীর চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়।