বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

By Meherpur News

October 24, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে গাংনী উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন।

এর আগে, আগুনে আবুল কাশেমের ছেলে মুকুল ও বখতিয়ারের দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে পরিবারের প্রায় সব আসবাবপত্র ও মালামাল ভস্মীভূত হয়।