বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া শান্তনার চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

January 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ জানুয়ারী: অগ্নিকান্ডে পুড়ে আহত মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের শান্তনা হালদারের চিকিৎসার দায়িত্ব নিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। আহত শান্তনা হাড়িয়াদহ গ্রামের মৃত সুধীর হালদারের মেয়ে। রবিবার স্থানীয়রা শান্তনার চিকিৎসার সাহাযার্থে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। আবেদনের সূত্র ধরে জেলা প্রশাসক পরিমল সিংহ তাৎক্ষনিকভাবে আহত শান্তনার খোঁজ-খবর নেয়ার জন্য গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালকে দায়িত্ব প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পুড়ে যাওয়া শান্তনার খোঁজ নেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেনকে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা পেয়ে রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার দেলোয়ার হোসেন শান্তনার খোঁজ নিতে তার বাবার বাড়ি হাড়িয়াদহ গ্রামে যান। সেখানে তার অবস্থা দেখে জেলা প্রশাসকের নির্দেশক্রমে শান্তনার উন্নত চিকিৎসার জন্য রোববার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটিতে ভর্তি করার জন্য প্রেরণ করেন। স্থানীয়রা জানান, শান্তনার ৫ বছর আগে পাবনার মহাবদেব নামে একজনের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। আনুমানিক ১ মাস আগে শান্তনার সিজারিয়ানে দ্বিতীয় বারে একটি কন্যা সন্তান জন্ম হয়। গত ২০দিন আগে ওই শিশু সন্তানটিকে নিয়ে স্বামীর বাড়ি পাবনা এলাকায় শীত নিবারণের জন্য আগুন তাপাচ্ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা মহূর্তের মধ্যে শান্তনার শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় সে গুরুতর অসুস্থ হলে,স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। বেশ কিছুদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় শান্তনার স্বামী মহাদেব তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। শান্তনা কোনো উপায় না পেয়ে হাড়িয়াদহ গ্রামের একটি জঙ্গলে বাবার বেড়ার ঘরে কলার পাতায় বিবস্ত্র হয়ে শুয়ে কাতরাচ্ছিলেন।