আইন-আদালত

গাংনীতে অতিরিক্ত মূল্যে নেওয়ার দায়ে তিন কাপড় ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

June 06, 2017

মেহেরপুর নিউজ, ০৬ জুন: অতিরিক্ত মূল্যে নেওয়ার অভিযোগে মেহেরপুরের গাংনীতে তিন কাপড় ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে গাংনীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ এ আদালত পরিচালনা করেন। দন্ডিতরা হলেন, কাজল বস্ত্র মেলার আক্তারুজ্জামান কাজল, হিরা বাজারের সোলাইমান হোসেন ও জামান গার্মেন্টসের জামান হোসেন। ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম জামাল আহমেদ জানান, ঈদুল ফিতর কে সামনে রেখে কিছু ব্যবসায়ী তাদের পন্য বেশি মূল্যে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে হিরা বাজার ও জামান গার্মেন্টসের তিন হাজার করে এবং কাজল বস্ত্র মেলার ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে । দোকান মলিকদের সামান্য জরিমানা করে সতর্ক করা হলো। পরবর্তীতে মূল্যে বেশি নিয়ে জরিমানার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন র‌্যাব ৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এসময় গাংনী বাজার কমিটির সভাপতি হাজী মো; হাফিজুর রহমান মানিক উপস্থিত ছিলেন।