কৃষি সমাচার

গাংনীতে অনাবৃষ্টির কারণে আমের গুটি ঝরে পড়ছে

By মেহেরপুর নিউজ

April 28, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে কিছুদিন আগে গাছ ভরা মুকুলে গুটি গুটি আম দেখে স্বপ্ন বাঁধেন আম চাষীরা। কিন্তু অনাবৃষ্টির কারণে গাছের তলায় (মাটিতে) ঝরে পড়ছে সে আমের গুটি। গাছের গোড়ায় পানি ঢেলেও কোনো কাজ হচ্ছে না। গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় নানান জাতের আমের বাগান রয়েছে। শুধু তাই নয়।

রাস্তার আশে পাশে পুকুর পাড়সহ বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে সুস্বাদু জাতের আমের গাছ। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাপদাহ বেড়েই চলেছে। বৈশাখ মাসের মেঘের ভেলায় কমবেশি ঝড়-বৃষ্টি হয়ে থাকে। কিন্তু আজ পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বৈশাখের খরতাপে পুড়ছে গাছের আম। শুরুর দিকে এ অঞ্চলে আম গাছের ডালে মুকুলে ছেয়ে গিয়েছিল। এমনও দেখা গেছে, মুকুলের ভারে অসংখ্য আমের ডাল নুয়ে পড়েছিল মাটিতে। অতঃপর গুটি গুটি আমে ছেয়ে যায় পুরো গাছ। তা দেখে স্বপ্ন দেখতে শুরু করেন এ এলাকার আম চাষীরা।

এভাবে আম ঝরে পড়তে দেখে আম চাষীদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে। আম চাষীরা জানান, প্রথম দিকে মুকুল ভর্তি আমের বাগানে গুটি গুটি আমে ছেয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ঝরে পড়ছে বাগানের আম। গুটি গুটি আমগুলো রক্ষার জন্য এই মুহূর্তে বৃষ্টি ভীষণ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,গাংনীতে শুরুতে ভালো আবহাওয়া থাকায় আমের মুকুলে পোকা হয়নি। পচনও ধরেনি। তাতে গাছ ভর্তি গুটি গুটি আম ধরেছিলো। সম্প্রতি রুক্ষ আবহাওয়ার সঙ্গে তাপদাহ বেড়ে যাওয়ায় গাছ থেকে আম ঝরে পড়ছে। চাষীদের আম গাছের পরিচর্যার জন্য পরামর্শও দেয়া হয়েছে। কিন্তু প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্থ হলে,কিছুই করার থাকে না