অন্যান্য

গাংনীতে অপহরণকারীর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু

By মেহেরপুর নিউজ

November 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: 

নারী অপহরণকারীর হাত থেকেঅল্পের জন্য রেহায় পেল শিশু ইরাস রোহান।  ইরাস রোহান গাংনী পৌরসভার ডিগ্রী কলেজপাড়া এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে। বুধবার বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি জানায়, বাড়ির পার্শ্বে খেলা করার সময় অজ্ঞাত মহিলা আমাকে কাছে ডেকে বলে তেমার বাবার কাছে নিয়ে যাব চলো। পরে মহিলা কলেজ মোড় এলাকার দিক দিয়ে নিয়ে যাওয়ার সময় শিশুটি হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। এসময় ওই মহিলা অপহরণকারী শিশুটিকে ফেলে গলির মধ্যে ঢুকে পড়ে। মহিলা কলেজ মোড় এলাকার ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, গাংনী মহিলা কলেজ মোড়ে পৌরসভার ড্রেনের পার্শে শিশু ইরাস রোহান চিৎকার করছে। তার চিৎকার শুনে পার্শ্বে এগিয়ে যেতেই ওই মহিলা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। মফিজুল ইসলাম জানান, শিশুটিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একমাত্র ছেলে শিশু ইরাস রোহানের অপহরনের কথা শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে।