আইন-আদালত

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার জারিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত

By মেহেরপুর নিউজ

July 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ জুলাই: গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান মরা গাঙে ড্রেজিং দিয়ে অবৈধভালে বালু উত্তোলনের দায়ে ২ সহোদর ব্যাবসায়ী হামিদ ও আলামিনের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ জরিমানা আদায় করেন। জানা গেছে, ছাতিয়ান গ্রামের হরমত আলীর ছেলে হামিদ ও আলামিন দির্ঘদিন ধরে মাথাভাঙ্গা নদীর মরা গাঙের সংযোগ স্থলে ড্রেজিং দিয়ে বালু উত্তোলণ করে আসছিলো। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালিয়ে হামিদ ও আলামিনকে আটক করে তাদের নিকট থেকে ৫০ হাজার জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় দোসী সাব্যস্ত করে তাদের এ জরিমানা করা হয়।