টপ নিউজ

গাংনীতে আইন অমান্য করে ঘর নির্মাণে বাঁধা

By মেহেরপুর নিউজ

July 14, 2019

ক্রয়সুত্রে জমির মালিকানা বুঝে নিতে গেলে আইনকে অমান্য করে সেই জমিতে ঘর নির্মাণে বাধাঁ দেয় প্রতিপক্ষ। এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে। গত ৫ জুলাই শুক্রবার ক্রয়কৃত জমিতে পাকা ঘর নির্মাণ করতে গেলে বাঁধ সাধে প্রতিবেশি নজরুল হক গং। নজরুল হক ঐ গ্রামের মৃত ময়নাল হকের ছেলে।

ভুক্তোভোগি একই গ্রামের শওকত আলির ছেলে সাবেক বিজিবি সদস্য স্বপন আলি জানান, গত শুক্রবার ক্রয়কৃত জমিতে পাকা ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশি নজরুল হক ছাড়াও মৃত সলেমান বিশ্বাসের ছেলে আবেদ আলি ও তার সহোদর আঃ কুদ্দুস, মৃত বাহার বিশ্বাসের ছেলে মোফাজ্জেল হক একজোট হয়ে আরো কয়েকজন মিলে প্রায় ১০ থেকে ১২ জন লাঠিসোঠা নিয়ে ঘর নির্মানে বাঁধা প্রদান সহ তাদেরকে হামলা করার জন্য উদ্ধোত হয়।

তিনি আরো জানান, প্রতিবেশিদের পরামর্শে সে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে গাংনী থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ে চলতি মাসের ১৩ জুলাই থানায় বৈঠকে বসে কাগজ পত্র দেখে তাতে সাবেক বিজিবি সদস্য স্বপন আলির ক্রয়কৃত জমি সঠিক বলে জানিয়ে দেন এস আই রবিউল ইসলাম।

এর আগে ১৯৮২ সালে মৃত আহসান আলির ছেলে জাফর আলির নামে বন্দোবস্ত হয় ঐ জমি ২০১৯ সালে ২৪ এপ্রিল বিক্রয় কবলায় হস্তান্তর করেন মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শওকত আলির নামে।

শওকত আলির ছেলে স্বপন আলি সাংবাদিকদের জানান, এই জমির খাজনা খারিজ যাবতীয় কর্মসম্পাদন করে আমাদের নামে মালিকানা হয়। এখন নিজের জমির উপর ঘর নির্মান করতে গেলে হামলার সম্মুখিন হতে হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তোভোগি স্বপন গং।