রাজনীতি

গাংনীতে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

August 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট: জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাংনী উপজেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস,আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে গাংনী বাসস্ট্যান্ড চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।