রাজনীতি

গাংনীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন ।। সংবাদ সম্মেলন শেষে তার বাড়িতে হামলা

By মেহেরপুর নিউজ

December 17, 2015

মেহেরপুর নিউজ, ১৭ ডিসেম্বর মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামের গাড়ি ভাংচুর ও তার মহিলা কর্মী কে লাঞ্চিত করার অভিযোগ করেছেন তিনি। এদিকে সংবাদ সম্মেলনের পরপরই আ’লীগ প্রার্থী মেয়র আহমেদ আলী শহরের একটি মিছিল বের করে। মিছিল থেকে কিছু নেতাকর্মীরা আশরাফুল ইসলামের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্য তিনি বলেন, কর্মী পূর্ব মালসাদহ গ্রামের সোনা ভানু গনসংযোগ করা কালে তাকে পৌর মেয়র আহাম্মদ আলী লাঞ্চিত করে। এছাড়া ৩ নং ওয়ার্ডে গনসংযোগ কালে তার বোন ও খালা কে গালমন্দ করা হয়। এসময় তাদের একটি বাড়িতে আটকিয়ে রাখার চেষ্টা করা হয়। পরে রিটার্নিং অফিসার সহ নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের সহায়তায় বাড়ি ফেরেন তারা । লিখিত বক্তব্য তিনি আরো উল্লেখ করেন তার নেতা কর্মীদের উপর হামলা সহ বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এসব ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। সার্বিক ঘটনা রিটার্নিং অফিসার কে জানানো হয়েছে। রাত সাড়ে ৮ টার দিকে মেয়র আহমেদ আলীর মিছিল থেকে আশরাফুল ইসলামের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি তবে ইটপাটকেল নিক্ষেপের বিষয় টি অশ্বিকার করেছেন পৌর মেয়র আহমেদ আলী। পৌর মেয়র আহমেদ আলী বলেন, আমি শান্তিপূর্নভাবে পূর্ব মালসাদহ এলাকায় প্রচারনা চালাতে গেলে তারা অতর্কিত ভাবে তাকে সহ তার কর্মীদের উপর হামলা চালায় আশরাফুল ইসলামের সমর্থকরা। তাদের হামলায় এক কর্মীর মোটরসাইকেল ভাংচুর হয়েছে।