বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আলোচিত আজিজুল হত্যা মামলার বাদী মারা গেছে

By মেহেরপুর নিউজ

September 15, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: গাংনীর আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আজিজুল হক হত্যা মামলার বাদী ইসরাইল হোসেন বৃহস্পতিবার বেলা ১ টার দিকে স্ট্রোক করে মারা গেছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বিমল কৃষ্ণ মল্লিক তার মৃত্যুর   নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার বেলা ১ টা ৩০ মিনিটে আমরা তার মৃত্যুর কথা জানতে পেরেছি। ওসি জানান,এব্যাপারে গাংনী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তিনি আরোও বলেন, ময়না তদন্তের আগে এব্যাপারে আর কিছু বলা যাবেনা। এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২৪ আগষ্ট মানিকদিয়া গ্রামে বিএনপি ও আওয়ামীলীগের সংঘষের  সময় মুক্তিযোদ্ধা আজিজুল হক  গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মারা যান। ওই সময় ইসরাইল হোসেনও আহত হয়েছিলেন। তবে সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। সাবেক সাংসদ ও আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন বলেছেন,বিএনপি’র লোকজন মুক্তিযোদ্ধা আজিজুল হককে হামলার সময় বাদী ইসরাইল হোসনকেও আহত করেছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর আজ সে নিজেও মৃত্যুর কাছে হেরে গেল। আজিজুল হক হত্যা মামলার বাদী ইসরাইল হোসেনের মৃত্যুর পর এলাকায় আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বর্তমানে আমতৈল-মানিকদিয় গ্রামে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।