রাজনীতি

গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

May 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ মে: ৭ মে ৪র্থ ধাপে মেহেরপুরের জেলার গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপলক্ষে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।

শুক্রবার বিকাল ৩ টার সময় থেকে নয়টি ইউনিয়নের ৯২ টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালীসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন।

উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনার লক্ষে প্রতিটি কেন্দ্রে ১০ জন অস্ত্রধারীসহ ২৭ জন নিরাপত্তাকর্মী রাখা হয়েছে। মোবাইল টিম থাকবে ৪৬টি। এছাড়া ৪টি ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৫০টির ও বেশী থাকছে ষ্ট্রাইকিং ফোর্স। এছাড়াও ৮ জন ম্যাজিট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

পুলিশের ব্রিফিং

এদিকে নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সকালে গাংনী ডিগ্রি কলেজ মাঠে পুলিশ, আনছার, বিজিবিসহ নির্বাচনি দায়িত্বে থাকা আইন সৃংখলা বাহিনীকে ব্রিফিং করেছে পুলিশ সুপার হামিদুল আলম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, গাংনী থানার অফিসার ইনচার্য কাজী আকরাম, বিজিবি ৬ সহকারী পরিচালক সাইফুল আহমাদে সেখানে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি ইউনিয়নে আ.লীগ, বিএনপি, উভয় দলের বিদ্রোহী প্রার্থীসহ মোট ৩৬জন প্রর্থী চেয়ারম্যান পদের জন্য লড়াই করছে। মোট ভোটার ২ লক্ষ ৩ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৩ হাজার ৪২৮ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৩শ ৩৫ জন।