আইন-আদালত

গাংনীতে ইভটিজিং করায় যুবকের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

December 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে ইভটিজিং করার অপরাধে রাসেল আহমেদ নামের এক যুবকের ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দেয়া হয়েছে।

সোমবার বিকাল ৪ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি রাহাত মান্নান এ আদালত পরিচালনা করেন। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল কুমার জানান, উপজেলার বাওট গ্রামের নিহাজ উদ্দীনের মেয়ে জেএসসি পরিক্ষার্থী বৃষ্টি খাতুন কে বাওট এলাকায় উত্যক্ত করছিল রাসেল আহমেদ। এসময় স্থানীয়রা তাকে আটক করে। পরে ভ্রাম্যান আদালতে তার সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত রাসেল গাড়াডোব গ্রামের আনারুল ইসলামের ছেলে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত রাসেল আহমেদ কে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।