আইন-আদালত

গাংনীতে এক মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

April 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ এপ্রিল:

মেহেরপুরের গাংনীতে সাদ্দাম হোসেন নামের এক মাদক সেবী কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে গাংনী বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট রাহাত মান্নান এ কারাদন্ড প্রদান করেন। ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনে সাদ্দাম কে এ কারাদন্ড দেয়া হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট রাহাত মান্নান। এর আগে গাংনী থানার  এসআই শংকর কুমার গাংনী বাজার থেকে শুক্রবার রাত ১২ টার দিকে ১ গ্রাম গাঁজা গ্রেফতার করে। কারাদন্ড প্রাপ্ত সাদ্দাম গাংনী বাজারের শফিকুল ইসলামের ছেলে। এ

সআই শংকর কুমার জানান,সাদ্দাম সম্প্রতি নেশাগ্রস্থ হয়ে পড়েছে। সে গাঁজা সেবনের জন্য ১ গ্রাম গাজা নিজ হেফাযতে রেখেছিল। সাদ্দামের পিতা শফিকুল ইসলাম জানান,তার ছেলের মানসিক রোগী। মানসিক রোগের কারনে গত ১ বছর যাবৎ পাবনা মানষিক হাসপাতালসহ বেশ কয়েকজন ডাক্তারের চিকিৎসা সেবা নেয়া হয়েছে।